বাবা আছে হৃদয় জুড়ে
- নিয়াজ উদ্দিন সুমন ০৯-০৫-২০২৪

মায়ের ভাষার মধুর বুলি
বাবার মুখেই প্রথম শিখি।

বাবার চোখে রেখে চোখ
চলতে শিখি প্রথম মেঠোপথ।

বাবার হাতে রেখে হাত
লেখা-পড়ার প্রথম পাঠ।

যেদিন আমি ছিলাম খোকা
সেদিন তরুণ ছিলেন বাবা।

আজ সময়ের তালে তালে
বাবার বয়স গেছে বেড়ে।

যদিও আছি অনেক দূরে
বাবা আছে হৃদয় জুড়ে।

©niaz uddin sumon

June 19, 2016

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।